জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে গণ–অনশন, ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাঁদের তিন দফা দাবির পক্ষে ৩১ ঘণ্টার বেশি সময় ধরে গণ–অনশন করছেন। আজ সোমবার সকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তালা ঝুলিয়ে কার্যক্রম স্থগিত করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মূল দাবি হলো:
সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর।
পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু ও সমাপ্তি।
যতদিন আবাসন সমস্যার সমাধান না হয়, ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।
গতকাল রোববার সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এই গণ–অনশন চলাকালে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত প্রায় ১৫ জন গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও সাতজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, বিকেল ৪টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না এলে তাঁরা সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানালেও তাঁরা এখনও দাবি পূরণের সুনির্দিষ্ট অগ্রগতি চান।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই আন্দোলনের প্রতি তাদের সর্বাত্মক সমর্থন জানিয়েছে। পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণে আশ্বাস না পেলে তাঁরা সচিবালয়ের দিকে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত