ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কেউ গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেরে মধুগ্রাম এলাকায় অবস্থান করা সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সড়কের পাশ থেকে দু’টি অত্যাধুনিক এয়ারগান, একটি বার্মিজ রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।