শোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি)। এদিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান আজহারী। পোস্টে তিনি বলেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকব যশোরের পুলেরহাটে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
মাহফিলের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।
প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) মাহফিলে জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিশুদ্ধ কোরআন শিক্ষার তাগিদ দিয়েছেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘শিশুদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে আর কোনো অপশক্তি আমাদের দেশকে বিপথগামী করতে পারবে না।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় অর্থে বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার, অসভ্যতা, বর্বরতা শিক্ষার চক্রান্ত নতুন বাংলাদেশ গ্রহণ করবে না। এজন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত