মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, এবং ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বিশ্বাস পোষণ করেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর কিছু মহলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার গুঞ্জন ওঠে। তবে ওয়াশিংটন এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে গত আগস্টে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।”
এদিকে, ভারতের শীর্ষ কর্মকর্তারাও মনে করেন না যে, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল। জ্যাক সুলিভান দিল্লি সফর শেষে সাংবাদিকদের জানান, ঢাকায় যা ঘটেছে, তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকার ধারণা ভিত্তিহীন এবং ভুয়া।
এছাড়া, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চাওয়ার অভিযোগ করেছেন বলে কিছু সংবাদমাধ্যমে প্রকাশ পায়। তবে তার ছেলে সজীব ওয়াজেদ এই ধরনের বক্তব্যের সত্যতা অস্বীকার করেছেন।
সর্বোপরি, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশের কর্তৃপক্ষই অস্বীকার করেছে।