বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বৃহস্পতিবার (২ জানুয়ারি) সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল নেতা শাহাদাত হোসেনের খোঁজখবর নিতে তার বাড়িতে যান। এ সময় তিনি আহত শাহাদাতের চিকিৎসার জন্য সকল খরচ বহন করার আশ্বাস দেন এবং তার পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
মান্নান বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।’ তিনি শাহাদাতের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন শেষে উপজেলা পরিষদ থেকে ফেরার পথে একা পেয়ে দুর্বৃত্তরা শাহাদাতকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার পায়ের অপারেশনসহ অন্যান্য চিকিৎসা এখনো বাকি রয়েছে। ৯ জানুয়ারি ঢাকার পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার করার তারিখ নির্ধারিত হয়েছে। শাহাদাতের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।