কুড়িগ্রামের রৌমারীতে সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী এলাকায় এ মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবি মহাপরিচালকের জিরো টলারেন্স নীতির আওতায় সীমান্তে মাদক, চোরাচালান রোধ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত