আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই সহায়তা প্রদান কার্যক্রমের আওতায়:
এ প্রকল্পের আওতায় মোট ১৩ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখযোগ্য এ সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার (৯ এপ্রিল) সকালে, শেখের বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
উক্ত উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত