
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারীতে ভারতীয় ১টি গরু সহ বাংলাদেশী নাগরিক ১ জন চোরাকারবাড়ীকে আটক করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫) বিজিবি) এর অধিনস্ত দাঁতভাঙ্গা বিওপির দায়িত্ব পূর্ণ এলাকার মেইন পিলার ১০৫৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতার চর নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবা গত রাত ১ ফ্রেব্রুয়ারি ২ ঘটিকার সময় নায়েক মোঃ ফরিদ মিয়া এর নেতৃত্বে ৪ সদস্য টহল দল গোপনীয়তার সহিত অবস্থান নেয়। হঠাৎ ভারত থেকে চোরাকারবারিরা গরু নিয়ে আসার সময় উপস্থিত বিজিবি টহল দল কর্তৃক ধাওয়া করা হলে চোরাকারবারি দৌড়ে পালিয়ে গেলেও একজনকে ১ টি ভারতীয় গরুসহ আটক করা হয়।আটককৃত ব্যাক্তি হলেন ফরহাদ হোসেন সাদ্দাম(৩৫) পিতা আফতার হোসেন আটককৃত ব্যাক্তি দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতার চরের বাসিন্দা।এবং ভারতীয় ষাড় গরু আটক করা হয়েছে যার সিজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা । আটককৃত ভারতীয় ষাড় গরু ০১ টির সিজার প্রস্তুত করে কাস্টমস, এ্যাক্সইজ ও ভ্যাট সার্কেল, রৌমারী, জমা করা হবে অপর দিকে আটক ব্যাক্তিকে রৌমারী থানায় পাঠানো হবে। নায়েব সুবেদার অলিউর রহমান জানিয়েছে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান ভারতীয় চোরাকারবারী ব্যাক্তিকে চোরাকারবী আইনে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।