
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামে বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের হাফিজুর রহমান মণ্ডলের ছেলে আরিফ হোসেন (৩০)।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খনজনমারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে খলিলুর রহমান জানান, তার দোকানে থাকা অবস্থায় তার ছোট মেয়ের কাছ থেকে বিকাশে ভুয়া মেসেজ দেখিয়ে ৩৯ হাজার টাকা নেন আরিফ হোসেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য কাজিম উদ্দিন এবং সাংবাদিক সাইফুল ও শাহাদোত হোসেনকে বিষয়টি জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত আরিফ হোসেন ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, “আমি ১০ হাজার টাকা নিয়েছিলাম এবং তা ফেরত দিয়েছি।” তবে, অভিযোগকারী পক্ষের দাবি, প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।