০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে জাতীয় ভোটার দিবস পালিত

  • রিপোর্টারে নাম:
  • আপডেটের সময় : ১১:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুড়িগ্রামের রৌমারীতেও জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে দিবসটি উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়।

আজ (৩ মার্চ) রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটার নিবন্ধন, ভোটার আইডি কার্ড সংশোধন এবং নতুন ভোটারদের সাক্ষাৎকার গ্রহণসহ বিশেষ কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) রাসেল ডিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনর ই-মেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লেখক সম্পকে তথ্য

রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন

বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধের ২৫ বছর: বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধে শহীদ বীরদের প্রতি রৌমারীর গভীর শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি কৃতজ্ঞতা

রৌমারীতে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেটের সময় : ১১:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুড়িগ্রামের রৌমারীতেও জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে দিবসটি উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়।

আজ (৩ মার্চ) রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটার নিবন্ধন, ভোটার আইডি কার্ড সংশোধন এবং নতুন ভোটারদের সাক্ষাৎকার গ্রহণসহ বিশেষ কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হকের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) রাসেল ডিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন।