০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের প্রতিবাদে রৌমারীতে ছাত্রদলের মানববন্ধন

  • রিপোর্টারে নাম:
  • আপডেটের সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য-সচিব ফারুক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুর হাসান মিশুক, সদস্য-সচিব জিয়াউর রহমান জিয়া, রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, সাধারণ শিক্ষার্থী সামিউল ইসলাম ও রবিউল আউয়ালও সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও অপরাধ বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ধরনের প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনর ই-মেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লেখক সম্পকে তথ্য

রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন

বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধের ২৫ বছর: বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধে শহীদ বীরদের প্রতি রৌমারীর গভীর শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি কৃতজ্ঞতা

ধর্ষণের প্রতিবাদে রৌমারীতে ছাত্রদলের মানববন্ধন

আপডেটের সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য-সচিব ফারুক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুর হাসান মিশুক, সদস্য-সচিব জিয়াউর রহমান জিয়া, রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, সাধারণ শিক্ষার্থী সামিউল ইসলাম ও রবিউল আউয়ালও সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও অপরাধ বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ধরনের প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।