
আব্দুল খালেক, রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক
উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু
👉 উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
- আবুল হাশেম মাস্টার
- রাজু আহমেদ
- মঞ্জুরুল ইসলাম মঞ্জু
- আব্দুল কাইয়ুম আকন্দ
- জাইদুল ইসলাম জাহিদ
- নুর আলম খান হিরু
বক্তারা বলেন, রৌমারী উপজেলা বিএনপির জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, যা যথাযথভাবে নির্বাচিত হয়েছে। এছাড়া, আসন্ন ইউনিয়ন কমিটিগুলোও সুষ্ঠুভাবে গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিএনপির নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।