
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৩নং বন্দবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী মাইন উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর জন্য আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এটাই হোক ঈদ উৎসবের মূল বার্তা।”
তিনি আরও বলেন, “হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ মানেই ফিরে আসার আনন্দ। এই দিনটি মানুষ একত্রিত হয়, একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে। মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি নিয়ামতস্বরূপ ঈদ দান করেছেন। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা—এটাই আমার প্রার্থনা।”
তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক!”