
আব্দুল খালেক, রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারী উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মনিবুর রহমান মামুন।
বৃহস্পতিবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর অশেষ রহমতে এই আনন্দময় দিনটি আমাদের জীবনে ফিরে আসুক বারবার। আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”
তিনি আরও বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে ঈদ-উল-ফিতরের আনন্দঘন মুহূর্ত। এটি শুধু আনন্দের উৎসবই নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য নিদর্শন। ঈদের প্রকৃত অর্থই হচ্ছে ফিরে আসা—একত্রিত হওয়া, পরস্পরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। তাই ঈদ হল মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক বিশেষ নিয়ামত।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। ঈদের হাসি-খুশি ও আনন্দ সবার জীবনে পূর্ণতা বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ” ঈদ মোবারক “।