০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারীতে ব্রহ্মপুত্রের তীরে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

  • আব্দুল খালেক
  • আপডেটের সময় : ০৪:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে। ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নানের লগ্ন নির্ধারিত থাকায় সকাল থেকেই হাজার হাজার পূণ্যার্থীর ভিড় জমে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের উদ্দেশ্যে প্রতিবছর এই নদীতে পূণ্যস্নান সম্পন্ন করে থাকেন। আয়োজক সূত্রে জানা যায়, এ বছর প্রায় লক্ষাধিক পূণ্যার্থী এই ধর্মীয় আচার্যে অংশগ্রহণ করছেন।

চিলমারী উপজেলার রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে ব্রহ্মপুত্রের তীরে স্নান ও অষ্টমী মেলা অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগের ৮টি জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা আগেভাগেই এসে জড়ো হয়েছেন চিলমারীতে।

আগত পূণ্যার্থীদের সুবিধার্থে ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এছাড়া পোশাক পরিবর্তন ও রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন প্রায় ২০০ জন ব্রাহ্মণ পুরোহিত।

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশের ১৮১ সদস্য, সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনর ই-মেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লেখক সম্পকে তথ্য

রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন

বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধের ২৫ বছর: বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধে শহীদ বীরদের প্রতি রৌমারীর গভীর শ্রদ্ধাঞ্জলি ও আহতদের প্রতি কৃতজ্ঞতা

রৌমারীতে ব্রহ্মপুত্রের তীরে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

আপডেটের সময় : ০৪:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে। ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নানের লগ্ন নির্ধারিত থাকায় সকাল থেকেই হাজার হাজার পূণ্যার্থীর ভিড় জমে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের উদ্দেশ্যে প্রতিবছর এই নদীতে পূণ্যস্নান সম্পন্ন করে থাকেন। আয়োজক সূত্রে জানা যায়, এ বছর প্রায় লক্ষাধিক পূণ্যার্থী এই ধর্মীয় আচার্যে অংশগ্রহণ করছেন।

চিলমারী উপজেলার রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে ব্রহ্মপুত্রের তীরে স্নান ও অষ্টমী মেলা অনুষ্ঠিত হচ্ছে। রংপুর বিভাগের ৮টি জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা আগেভাগেই এসে জড়ো হয়েছেন চিলমারীতে।

আগত পূণ্যার্থীদের সুবিধার্থে ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এছাড়া পোশাক পরিবর্তন ও রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন প্রায় ২০০ জন ব্রাহ্মণ পুরোহিত।

নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশের ১৮১ সদস্য, সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।