
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নৌকা ঘাটের পাশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এ খেলাটি ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। লাঠির আঘাত থেকে বাঁচতে প্রতিপক্ষকে ঢাল দিয়ে প্রতিহত করার দৃশ্য ছিল দারুণ উপভোগ্য। সুযোগ পেলেই প্রতিপক্ষকে লাঠির ছোঁয়া দিতে পারলেই যোগ হতো পয়েন্ট। খেলার এমন রোমাঞ্চকর মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে ওঠেন হাজারো দর্শক। এই ঐতিহ্যবাহী খেলাটির আয়োজন করে স্থানীয় তরুণদের সংগঠন ‘ফলুয়ার ও কুটিরচর’। খেলাটি উপভোগ করতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের মানুষও ভিড় জমান মাঠের চারপাশে। দর্শকরা এই আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার দাবি জানান, যেন নতুন প্রজন্ম গ্রামবাংলার এই ঐতিহ্য সম্পর্কে জানে ও অংশগ্রহণ করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং বন্দবেড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিমসহ অনেকে।
ফলুয়ারচরের প্রবীণ লাঠিয়াল তোতা মিয়া বলেন,
“ছোটবেলা থেকে দেখে দেখে এই খেলা শিখেছি। লাঠিবাড়ি খেলতে আমার খুব ভালো লাগে। তরুণদের ডাকে সাড়া দিয়ে এবারও খেলতে এসেছি।”
গোয়ালের চরের আবুল হাশেম জানান,
“৭০ বছর বয়সী আবুল হোসেনের মতো বয়োজ্যেষ্ঠরাও এই খেলা দেখে আনন্দ পেয়েছেন। তারা চান বর্তমান প্রজন্মও এই ঐতিহ্য লালন করুক।”
লাঠিবাড়ি খেলার সঞ্চালক খলিলুর রহমান খলিল বলেন,
“গ্রাম বাংলার এই লাঠিবাড়ি খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই গ্রামের তরুণদের উদ্যোগে এই আয়োজন করা হয়। আমরা চাই, প্রতি বছরই যেন এই খেলার আয়োজন করা হয়।”