আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন করেছে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য-সচিব ফারুক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুর হাসান মিশুক, সদস্য-সচিব জিয়াউর রহমান জিয়া, রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, সাধারণ শিক্ষার্থী সামিউল ইসলাম ও রবিউল আউয়ালও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও অপরাধ বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ধরনের প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত