রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে ঘটে গেল একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পাতানো বড় ভাই সুরুজ্জামান এর ছেলে আরিফ হোসেন (২২) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মার্চ) রাতের গভীরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর, নিহতের পরিবার অভিযোগ করে, পূর্ব শত্রুতার কারণে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহত আরিফ হোসেন সাবেক মন্ত্রী সুরুজ্জামানের পাতানো বড় ভাইয়ের ছেলে। তার বড় ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তাদের সন্দেহ, আজাদ ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় মাফলার পেঁচানো ছিল।
এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় খুনি আজাদ, তার ছেলে ইমন সহ ৬-৭ জনকে আসামী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানিয়েছেন, হত্যার সঠিক কারণ এখনও উদঘাটন করা যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত