আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গণ উন্নয়ন কেন্দ্র, সাব-রেজিস্ট্রার, বাংলাদেশ প্রেসক্লাব (রৌমারী শাখা), পল্লি বিদ্যুৎসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার ওয়াদুদ মন্ডল, ডেপুটি কমান্ডার শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খন্দকার শামছুল আলম, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মোমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাশেল দিত্ত, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত