আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ। ১২ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩টায় ৬নং চরশৌলমারী ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দলীয় আদর্শ, নেতৃত্বের যোগ্যতা, মানবসেবা ও ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রধান বক্তা: জনাব মোঃ হায়দার আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রৌমারী উপজেলা শাখা ও সাবেক অধ্যক্ষ, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ।
সভাপতিত্ব করেন: জনাব মোঃ আব্দুল আউয়াল (মাস্টার), সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং চরশৌলমারী ইউনিয়ন শাখা। বিশেষ অতিথিবৃন্দ: আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক আমির, জামায়াতে ইসলামী, রৌমারী উপজেলা ও কুড়িগ্রাম-৪ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মোকছেদ আলী, অধ্যক্ষ, রৌমারী কেরামতি আদর্শ ফাযিল মাদ্রাসা, আলতাফ হোসেন, কেয়ারটেকার, জামায়াতে ইসলামী, চরশৌলমারী ইউনিয়ন শাখা, শাহাদাত হোসেন, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, রৌমারী উপজেলা শাখা ও প্রভাষক, কুটিরচর স্কুল অ্যান্ড কলেজ, আশিকুর রহমান, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী, রৌমারী উপজেলা শাখা ও অধ্যক্ষ, গ্রীন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা।
সমাবেশে বক্তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা ও আত্মত্যাগের সাথে কাজ করার আহ্বান জানান।
তারা ইসলামী আইন ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: +88০ ১৭৪৩ ৬৮৩২৯৫, +88০ ৯৬৯৬ ৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
newsroom@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত