
আব্দুল খালেক রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক এবং সদস্য-সচিব হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান রঞ্জু।
মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য-সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। বুধবার সকালে নবগঠিত কমিটির সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বিষয়টি নিশ্চিত করেন।
👉 যুগ্ম আহ্বায়ক: আব্দুল হাশেম মাস্টার, রাজু আহমেদ, মনজুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, জাহিদুল ইসলাম জাহিদ ও নুর আলম খান হিরু।
👉 সদস্য: আলহাজ্ব আজিজুল রহমানসহ মোট ৪১ জন।
গত ৯ ফেব্রুয়ারি রৌমারী উপজেলা বিএনপির এক কর্মী সভায় নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। নবনির্বাচিত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “কুড়িগ্রাম জেলা বিএনপি একটি ভারসাম্যপূর্ণ ও সুসংগঠিত কমিটি উপহার দিয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমরা রৌমারীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবো।”
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই নতুন কমিটি রৌমারী উপজেলা বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করবে।