আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডেল রাকিব হাসান (২৭), মঙ্গলবার বেলা ১২ টার সময় এসআই আনোরুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন রৌমারী সিএনজি স্ট্যান্ডে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে ১০৩ বোতল ফেন্সিডেল সহ মাদক আসামী রাকিব হাসান (২৭), পিতা- মোঃ শহিদুল্লা হক, সাং-নুরুন্দী বড় বাজার বাড়ি থানা- আড়াই হাজার জেলা নারায়ণ গুঞ্জ কে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা ১২ টার সময় ২৫ মার্চ ১২ টার দিকে দুটি ব্যাগে করে ১০৩ বোতল ফেন্সিডেল নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী উপজেলার মোড় থেকে অটো রিকশা যোগে টাঙ্গাইল জেলার উদ্যেশে রওনা হচ্ছিল। এসময় সিএনজি স্ট্যান্ট থেকে গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাসি করে ১০৩ বোতল ফেন্সিডেলসহ তাকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ১০৩ বোতল ফৈন্সিডেলসহ রাকিব হাসান নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত