আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রৌমারী উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সেকান্দার আলী তার নিজ অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরণ করেছেন।
রবিবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে ১৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাউল, চিনি, সেমাই ও দুধ বিতরণ করেন তিনি।
উপহার পেয়ে অসহায় মানুষরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা আমিনা খাতুন বলেন, "ঈদুল ফিতর এলেই সেকান্দার আলী ভাই আমাদের মতো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।"
এ বিষয়ে সেকান্দার আলী বলেন, "প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে আমি চেষ্টা করি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে। তাদের মুখে হাসি ফুটলেই আমি আনন্দ পাই।"
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত