
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটিরচর গ্রামে চলছে অবৈধভাবে বেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার মহোৎসব। দিনের পর দিন নির্বিঘ্নে ফসলি জমি কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে তিন ধরনের চাষযোগ্য ভূমি। এতে একদিকে জমিগুলো চাষের অযোগ্য হয়ে পড়ছে, অন্যদিকে পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব।
স্থানীয়দের অভিযোগ, আমির খাঁনের ছেলে সোহেল খাঁন দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে তার মালিকানাধীন বেকু দিয়ে নিয়মিতভাবে এই অবৈধ মাটি কাটা চালিয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে এলাকার কৃষকরা। চাষাবাদের জমি হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে তাদের জীবিকা।
গ্রামের বাসিন্দারা আরও জানান, যদি দ্রুত এই কার্যক্রম বন্ধ করা না হয়, তাহলে অচিরেই ব্রহ্মপুত্র নদের ভাঙন এই গ্রামে ভয়াবহ রূপ নিতে পারে। ইতিমধ্যে অনেক পরিবার বসতভিটা হারানোর শঙ্কায় রয়েছেন। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”