আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী ইউনিয়নের কাঁঠালবাড়ি ফেডারেশন অফিসে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেয়ে শিশুরা স্কুলে যাবে, সুন্দর আগামীর স্বপ্ন গড়বে—এই লক্ষ্যকে সামনে রেখে নরওয়েজিয়ান ব্রডকাস্টিং সেন্টার (এনআরকে) টেলিথন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের আওতায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ সম্পর্কে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে অবহিতকরণ সভা ও গণনাটকের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্পের আরডিআরএস রৌমারীর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম, রৌমারী ফেডারেশনের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মহিউদ্দিন মুকুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী সচেতনতামূলক গণনাটকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আলমগীর হোসেন
যোগাযোগ: ০১৭৪৩-৬৮৩২৯৫, ০৯৬৯৬৬৮৩২৯৫
ই-মেইল: admin@bijoyeralo.xyz
২০২৫ বিজয়ের আলো.কম কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত