
রৌমারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এরশাদুল মিয়া (২৪), পিতা নওশাদ আলী, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে ইছাকরি পূর্ব নটানপাড়া নতুন মসজিদ সংলগ্ন কাউয়ার পার এলাকায় ট্রাকটি মাটি পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।