
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই সহায়তা প্রদান কার্যক্রমের আওতায়:
- জীবিকা পুনরুদ্ধারে ১৬৫টি পরিবারকে প্রতিজন ৬ হাজার টাকা,
- শৌচাগার স্থাপনের জন্য ২০টি পরিবারকে প্রতিজন ১৬,৩০০ টাকা, এবং
- পানির উৎস মেরামতের জন্য ৯টি পরিবারকে প্রতিজন ৭,৫০০ টাকা করে দেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় মোট ১৩ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখযোগ্য এ সহায়তা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার (৯ এপ্রিল) সকালে, শেখের বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
- চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল,
- কারিতাস দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম অফিসার (উন্নয়ন) জনাব সুবাস কুজুর,
- ফিল্ড কো-অর্ডিনেটর থোমাস হেম্ব্রম,
- ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা লিগ্যাল মাইদুল ইসলাম,
- চর শৌলমারী ইউনিয়ন পরিষদ জেনারেল ইনফর্মেশন বুথ সদস্য এবং
- রৌমারী উপজেলার কারিতাস প্রকল্প স্টাফ ও সম্মানিত প্রকল্প সহযোগিবৃন্দ।
উক্ত উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।